প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, প্রতিটা সাংবাদিক হত্যার জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফ্রি প্রেস ইনিশিয়েটিভ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামীতে সুষ্ঠু ও স্বাধীনভাবেই বাংলাদেশে সাংবাদিকতা হবে। নতুন কোনো ফ্যাসিস্ট যেন আর তৈরি না হয়, সেজন্য সবাইকে কাজ করতে হবে।
হাসিনার মতো লোক তৈরিতে সাংবাদিকদের ভূমিকা ছিল মন্তব্য করে প্রেস সচিব আরো বলেন, শেখ হাসিনার বহু অপকর্মকে সাপোর্ট দিয়েছেন সাংবাদিকরা, যার ফলে গুম জননীতে পরিণত হয়েছেন তিনি।
এ সময় মিডিয়ার মালিকদের সমালোচনা করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, সেফটি না থাকার কারণেই অনেকে নিহত হয়েছেন। যেকোনো জায়গাতেই হোক, বেসিক মান সম্মত একটা বেতন দিতে হবে। বেতন না দিয়ে কার্ড ধরিয়ে দেয়া গণমাধ্যমে মালিকদেরও তীব্র সমালোচনা করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জুলাই বিপ্লবে নিহত হওয়া সাংবাদিকের স্বজনরাও।
বায়ান্ন/পিএইচ