ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

দুস্থ অসহায়দের মাঝে রাঙ্গামাটিতে সেনাজোনের ত্রান সামগ্রী বিতরন

মো: নাজমুল হোসেন রনি, রাঙ্গামাটি: | প্রকাশের সময় : মঙ্গলবার ১৮ এপ্রিল ২০২৩ ০৪:৩৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

 

 
 
১৮ই এপ্রিল সকালে রাঙ্গামাটি  নানিয়ারচর জোনের ব্যবস্থাপনায় অত্র জোনের আওতাধীন জুরাপ্পাপাড়া ক্যাম্পের পার্শ্ববর্তী বগাছড়ি এলাকা এবং বুড়িঘাট সেনা ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় ত্রান সামগ্রী  বিতরণ কর্মসূচী আয়োজন করা হয়েছে। 
 
উক্ত কর্মসূচীতে দুস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের অধিনায়ক লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন(পিএসসি)।
 
এসময় জোন অধিনায়ক বগাছড়ি এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় পাহাড়ি-বাঙ্গালি জনসাধারণের মাঝে ত্রান সামগ্রী হাতে তুলে দেন।  
 
একই সাথে বুড়িঘাট এলাকার অসহায় জনসাধারণের মাঝে নানিয়ারচর জোনের অধিনায়কের পক্ষে বুড়িঘাট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেঃ মোঃ ওয়াহিদুর রহমান ত্রান সামগ্রী বিতরণ করেছেন।
 
 
এসময় জোন অধিনায়ক লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন(পিএসসি) জানান,"সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের'' আওতায় বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন মানবিক সহায়তামূলক কার্যক্রম অব্যাহত রাখবে,এবং পাহাড়ে বিজু শেষে ঈদকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।