ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অসহযোগ আন্দোলন সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ (রবিবার) সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ মিছিলে উপজেলার সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকরা অংশগ্রহণ করে।
১১.৩০ মিনিটের দিকে নাসিরনগর সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একদফা দাবির কর্মসূচি পালনে সরকারের পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগানে সদরের গুরুত্বপূর্ণ সড়ক ও শহীদ মিনার প্রাঙ্গণ হয়ে কলেজে মোড়ে প্রায় ঘন্টাখানেক অবস্থান নিয়ে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করে বিক্ষোভে অংশগ্রহণকারী সবাই। এতে চতুর্মুখি রাস্তায় যানচলাচল বন্ধ ছিল।
উপস্থিত এক অভিভাবক হাসনা হেনা বেগম বলেন, আমি ছাত্রদের মা হিসেবে আসছি, ঢাকায় আমার সামনে ৪ বছরের এক বাচ্চা মারা গিয়েছে। আমাদের সামনে আমাদের সন্তানদের মারতে পারে না। এই রক্ত বৃথা যেতে দিব না, এই সরকারের পদত্যাগ চাই।
উল্লেখ্য গত ১৭'ই জুলাই কোটা সংস্কারের দাবীতে নাসিরনগরে শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছিল।