ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্ভোধন

মো: ইসমাইল, পানছড়ি : | প্রকাশের সময় : সোমবার ২৭ মার্চ ২০২৩ ০৭:৩৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চার তলা একাডেমিক ভবন এর শুভ উদ্ভোধন, অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলির বিদায় সংবর্ধনা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, বনভোজন, নবীন বরণ এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 
 
সোমবার (২৭ মার্চ) দুপুরে পূজগাংমুখ উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নবনির্মিত চার তলা একাডেমিক ভবনের শুভ উদ্ভোধন করেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান ও ২৯৮নং খাগড়াছড়ি'র সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। 
 
ভবন উদ্বোধন শেষে সাবেক ইউপি চেয়ারম্যান  কালা চাঁদ চাকমার সভাপতিত্বে অবসরপ্রাপ্ত শিক্ষক মন্ডলির বিদায় সংবর্ধনা,বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। 
 
এসময় অন্যান্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোমিন, সহ-সভাপতি লোকমান হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হারুনুর রশীদ , ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, আনন্দ জয় চাকমা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রলাল চাকমা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শান্তিময় চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, দপ্তর সম্পাদক নিখিল চৌধুরী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক উৎপল চৌধুরী উজ্জ্বলসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, সাংবাদকর্মীরা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।