ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ

রিয়াদ হাসান | প্রকাশের সময় : রবিবার ১৫ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৬:০০ অপরাহ্ন | রাজনীতি

ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা।

রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি গণমাধ্যমকে জানান বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

সাক্ষাৎকালে বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। প্রতিনিধিদলে আরও ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি ও বিএনপির আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য তাবিথ আউয়াল, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ড. মাহদী আমিন। এসময় পূর্ব তিমুরের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন।

বায়ান্ন/আরএইচ/একে