ঢাকা, রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ই আশ্বিন ১৪৩১

পেকুয়ায় করোনা সচেতনতায় মতবিনিময় সভা

এম দিদারুল করিম-পেকুয়া উপজেলা প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১২ জানুয়ারী ২০২২ ০৫:০১:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 

 

কক্সবাজারের পেকুয়ায় করোনা সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক  চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমানের  সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন,পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার পূর্বিতা চাকমা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম,  পেকুয়া বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মিনহাজ উদ্দিন প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে পূর্বিতা চাকমা বলেন, মহামারী করোনা ভাইরাস ইতিমধ্যে সারাদেশে বিচ্ছিন্নভাবে ছড়িয়ে পড়েছে । করোনার টিকা ছাড়া কোন দোকান, রেস্টুরেন্ট খোলা রাখা যাবেনা। কাজেই আমাদের সকলের সচেতন থাকতে হবে। নিজ দায়িত্বে টিকা সংগ্রহ করে স্বাস্থ্যবিধি মনে চলতে হবে। স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সভাপতির বক্তব্যে ডাক্তার মুজিবুর রহমান (আরএমও) বলেন, এই মহামারী করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের জনগণের টিকা নিশ্চিতকরণে শতভাগ সাফল্য অর্জন করেছেন। এখন আমরা প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ঘরেঘরে করোনার টিকা পৌঁছে দিতে চলেছি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে পেকুয়া উপজেলার প্রতিটি মানুষকে টিকার আওতায় আনতে সক্ষম হবো।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম চৌধুরী, বারবাকিয়া ইউপি চেয়ারম্যান বদিউল আলম, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী, রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম, শিলখালী ইউপি চেয়ারম্যান এম. কামাল হোসেন, টৈটং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাব উদ্দিন, ইউপি সদস্যগণ, সাংবাদিক, ব্যবসায়ীগণ প্রমূখ।