মিরসরাইয়ে জাফরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র বিশ্বাসের অবসরজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার দুপুর ১ টায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিপি রানী দেবী ও সীমা আক্তার এর যৌথ সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বিকাশ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মিরসরাই উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফারুক হোসাইন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি খোকন কান্তি ধর, বিদ্যালয়ের দাতা সদস্য বাবুল সাহা, অভিভাবক সদস্য বিবেকানন্দ চক্রবর্তী, সিনিয়র শিক্ষক পারভিন আক্তার, ফরিদা ইয়াসমিন সহ প্রমুখ। বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন দীর্ঘ ৩৬ বছর শিক্ষা জীবনের তিনি একনিষ্ঠ এবং দক্ষতার সাথে ছাত্রছাত্রীদের মাঝে জ্ঞান বিতরণ করেছেন। উনার জ্ঞানের আলোয় আলোকিত হয়ে সমাজে অনেক ছাত্রছাত্রীরা আজ প্রতিষ্ঠিত। উদার শিক্ষা দক্ষতাকে সবাই আজীবন স্মরণ করবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষা অনুরাগী সদস্য বাবু সাহা সঞ্চালনায় বিদায়ী শিক্ষক নিখিল চন্দ্র বিশ্বাসের ভিডিও চিত্র নিয়ে একটি প্রামান্য চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠান শেষ বিদায়ী প্রধান শিক্ষককে ছাত্র-শিক্ষক এবং কমিটির পক্ষ থেকে ক্রেস্ট ও বিভিন্ন উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। বিদায়ী প্রধান শিক্ষক নিখিল চন্দ্র বিশ্বাস ৩৬ বছর ধরে মিরসরাইয়ে বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকতা করে অবশেষে অবসর গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষকের ও অতিথিদের সৌজন্যে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।