ঢাকা, শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

ফেনীর পরশুরামে তরুণ উদ্যোক্তাদের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ

মুঃ ইকরামুল হক, ফেনী : | প্রকাশের সময় : রবিবার ১৪ জুলাই ২০২৪ ০৮:৩৭:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

ফেনীর পরশুরামে তরুণ উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩৫ দিন ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পালক (এমপি)।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতায় পরশুরাম উপজেলার শেখ কামাল মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন ফেনী-১ সংসদ সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। জেলা প্রশাসক মুসাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার তপন, পরশুরাম  উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফিরোজ আহম্মদ মজুমদার। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলার সঞ্চালনায় উপস্থিত ছিলেন পরশুরাম পৌর মেয়র নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী সাজেল ।

 

পরশুরাম কবি শামসুন নাহার মাহমুদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত শেখ রাসেল ডিজিটাল ল্যাবে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। প্রতিদিন বেলা ৩টা হতে বিকাল ৬টা পর্যন্ত ক্লাস চলবে সপ্তাহে ৫ দিন করে।