ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

বগুড়া প্রেসক্লাবের স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন শহীদ আজাদ একাদশ

বগুড়া প্রতিনিধিঃ | প্রকাশের সময় : বুধবার ৩০ মার্চ ২০২২ ০২:২৩:০০ পূর্বাহ্ন | খেলাধুলা

 বগুড়া প্রেসক্লাব আয়োজিত মহান স্বাধীনতা দিবস ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলা শেষে পুরস্কার বিতরনী সভায় বগুড়া প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুস সালাম বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিন্টু, দৈনিক চাঁদনী বাজার পত্রিকার সম্পাদক মন্ডলির সভাপতি সাগর কুমার রায়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জেএম রউফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রেজাউল হাসান রানু, প্রেসক্লাবের নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিব মানিক প্রমুখ।

বগুড়া প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক এইচ আলিম’র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আলহাজ¦ লতিফুল করিম। 

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ক্রিকেট টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার বিতরণ করেন। এছাড়া দাবায় চ্যাম্পিয়ন বাদল চৌধুরী, প্রথম রানার আপ এমএকে সিদ্দিকী কামাল, দ্বিতীয় রানার আপ মুক্তার শেখ, ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আব্দুর রহীম, প্রথম রানার আপ মাসুদুর রহমান রানা, দ্বিতীয় রানার আপ মতিউর রহমান সরকার মতিকে ক্রেস্ট ও প্রাইজমানি হিসেবে পুরস্কারও প্রদান করেন। টুর্ণামেন্ট পরিচালনায় স্পন্সর ছিলেন বগুড়া শহরের রহমান নগরের সুপ্রিম ডেন্টাল সার্জারির ডা. সারোয়ার হোসেন সাফি।