বান্দরবানের জামছড়ির বাগমারা বাজারে আগুনে পড়েছে ১৭টি দোকান ও বসতবাড়ি। মঙ্গলবার (৮ফেব্রুয়ারী)ভোর রাত ৩টার সময় বাঘমারা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ জানায়, রাত আনুমানিক ৩টার দিকে বাঘমারা বাজারের একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় চারদিকে আগুন ছড়িয়ে পড়লে চায়ের দোকান, মুদির দোকান, স্টেশনারীর দোকানসহ ১৫টি দোকান ও ২টি বসতবাড়ি পুড়ে যায়। পরে স্থানীয়, পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর লোকজন প্রায় ২ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ২কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ রফিকুল ইসলাম জানান, একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে শুনেছি। এতে ১৭টি দোকান ও বসতবাড়ি পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান আনুমানিক ২কোটি টাকা বলেও তিনি জানান। তবে বিষয়টি তদন্তাধীন বলেও তিনি উল্লেখ করেন।