চট্টগ্রামের মিরসরাইয়ে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশির ধাক্কায় মানিক জলদাশ (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মানিক জলদাশ উপজেলার মঘাদিয়া ইউনিয়নের আবুতোরাব জলদাশ পাড়ার মৃত বিরেন্দ্র জলদাশের ছেলে। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে জলদাশপাড়ায় মানিক জলদাশের বাড়িতে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী একি বাড়ির সিদাম জলদাশ বলেন, শক্রবার দুপুরে বাড়িতে এক নবজাতকের জন্ম উপলক্ষে মানিক জলদাশের ভাইয়ের ছেলেকে বাজনা বাজাতে জোরজবরদস্তি করে একি বাড়ির প্রতিবেশি শিশু জলদাশ। তখন কিছুক্ষণ আগে এক মৃত ব্যক্তির সৎকার করে আসলে বাজনা নিষেধ করে। কিন্তু মানিক জলদাশের ছোট ভাইয়ের ছেলে লক্ষণ জলদাশ ভর দুপুরে বাজনা বাহাতে অপারগতা প্রকাশ করলে তার সাথে ঝগড়ায় শিশু জলদাশ। তখন তাদের বিভেদ মেটাতে যান মানিক জলদাশ। এসময় শিশু জলদাশ তাকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়েন মানিক। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় মানিক জলদাশের।
মানিক জলদাসের মেঝ ছেলে রাজু জলদাশ বলেন, আমার বাবা পক্ষাঘাতের রোগী ছিলেন, আমার চাচাত ভাই লক্ষণ জলদাশের সাথে বাড়ির প্রতিবেশী শিশু জলদাশের মধ্যে ঝগড়া থামাতে গেলে শিশু জলদাশের ধাক্কায় আমার বাবার মৃত্যু হয়েছে। এটি কোন স্বাভাবিক মৃত্যু নয়। আমরা এর বিচার চাই।
এ বিষয়ে মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন বলেন, আবুতোরাব বাজার জলদাশ পাড়ায়া দুই প্রতিবেশির ঝগড়া থামাতে গিয়ে একজনের ধাক্কায় মানিক জলদাশ নামের এক বৃদ্ধের মৃত্যু বিষয়টি জেনেছি। এ বিষয়ে আরো খোঁজ খবর নিচ্ছি আমি।
প্রতিবেশির ধাক্কায় এক জলদাশের মৃত্যুর বিষয়ে মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিক জানান, জলদাশপাড়ায় প্রতিবেশির ধাক্কায় মানিক জলদাশ নামের এক বৃদ্ধের মৃত্যুর ঘটনার তদন্তে আমরা ঘটনাস্থল পরিদর্শন করছি। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যাবস্থা নেয়া হবে।