ঢাকা, সোমবার ২০ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

বীমা দিবসের শপথ করি,উন্নত দেশ গড়ি'এ প্রতিপাদ্যে রাঙ্গুনিয়ায় বীমা দিবস পালিত

জাহেদ হাছান তালুকদার, রাঙ্গুনিয়ার : | প্রকাশের সময় : মঙ্গলবার ১ মার্চ ২০২২ ০৩:০৯:০০ অপরাহ্ন | আইন-আদালত

"বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি" এ প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার সারা দেশে তৃতীয়বারের মতো পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস। বীমাশিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে দিবস উপলক্ষে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকালে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে র‍্যালীতে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড,  ন্যাশনাল লাইফ, চাটার্ড লাইফ ইনসুরেন্স কোম্পানিসহ সকলের অংশগ্রহণে একটি র‍্যালীটি অনুষ্টিত হয়ে উপজেলা সদর প্রদক্ষিণ করে। বীমা দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খান, ন্যাশনাল লাইফ ইনসুরেন্সের জেনারেল ম্যানেজার মো.সেলিম উদ্দীন, সহকারী জেনারেল ম্যানেজার আবুল মনছুর, সহকারী জোনাল ম্যানেজার শিরিন আকতার, ডেলটা লাইফ ইনসুরেন্সের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ার আজিজ, ডেপুটি জেনারেল ম্যানেজার শ্যামল বিশ্বাস, চার্টাড লাইফ ইনসুরেন্সের চট্টগ্রাম  ইস্ট সেইলস অফিসের এসিস্ট্যান্ট সেইলস ম্যানেজার মো.কলিম আবদুল্লাহ প্রমূখ।