ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

বোয়ালিয়া বন্ধু পরিবার'র ৫ম বর্ষপূর্তি উপলক্ষে কোরআান প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

রানা সাত্তার,চট্টগ্রাম : | প্রকাশের সময় : সোমবার ২৪ জানুয়ারী ২০২২ ০৪:১০:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালিয়া বন্ধু পরিবার'র ৫ম বর্ষপূর্তি উপলক্ষে শিশু-কিশোরের  কোরআান  প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়।

 

গত বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে সভাপতি আনোয়ারুল ইসলাম খানের সঞ্চালনায় আনোয়ারা থানার বোয়ালিয়া গ্রামের জনপ্রিয় সংগঠন ও  সম্পূর্ণ অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন "বোয়ালিয়া বন্ধু পরিবার"র ৫ম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

শুরুতেই কোরআন থেকে তেলওয়াত করেন ধর্ম সম্পাদক হাফেজ জালাল উদ্দীন।

 

 

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা 

মাষ্টার মোহাম্মদ ইসমাইল,উপদেষ্টা নুরুল মোস্তফা চৌধুরী জাহেদ,উপদেষ্টা  মাওঃ ক্বারী মুছা,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং বারশত ইউনিয়নের নব-নির্বাচিত ৬নং ওয়ার্ড মেম্বার জনাব এম. এ রহিম, 

সভাপতি আনোয়ারুল ইসলাম খান,সাধারণ সম্পাদক শাহাদাৎ হোছাইন আরমান,সাংগঠনিক সম্পাদক হাফেজ মুহাম্মাদ ফোরকান,ফরহাদ খান,খালেদ সাইফুল্লাহ, ইকবাল আবির,জাবেদ আবু হানিফ, আমানুল্লাহ আনিচ,ফোরকান,মিজান প্রমুখ

 

প্রাধান অতিথি  এম.এ রহিম বলেন,এলাকার যেকোনো গুরুত্বপূর্ণ ও ভালো কাজে বোয়ালিয়া বন্ধু পরিবারের সাথে আমি আছি ইনশাআল্লাহ।এলাকার উন্নয়ন ও একটি আদর্শ এলাকা গঠনে বোয়ালিয়া বন্ধু পরিবারের ভুমিকা বরাবরই প্রশংসিত। আগামীতে আরো ভালো ভুমিকা রাখবে বলে আশাবাদী। 

 

 

অনুষ্টানে  বক্তারা বলেন,সকল বাধা বিপত্তি পেরিয়ে বোয়ালিয়া বন্ধু পরিবার'র আজকে ৬ষ্ঠ বছরে পা রাখা এটাই প্রমাণ করে যে এলাকার পরিবর্তন আমাদের দিয়ে  সম্ভব আমরাই পারবো আগামী প্রজন্মকে সুন্দর একটি সমাজ উপহার গড়তে।অত্র সংগঠনের সকল কার্যক্রম এমনি যুগোপযোগী  যেগুলো আজকের সমাজের জন্য খুবই জরুরী এমন কাজে নিজেকে যুক্ত রাখতে পেরে আমরা খুবই আনন্দিত। 

 

 

বক্তব্য পর রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শুরু হয়। পুরস্কার পানঃগ্রুপ ক- নুসরাত জাহান হুমাইরা

(শিক্ষার্থী উম্মে হাবিবা ইসলামিয়া বালিকা মাদ্রাসা),

গ্রুপ খ- জহিরুল ইসলাম রিফাত (শিক্ষার্থী মেরিন একাডেমি কলেজ) চট্টগ্রাম, এরপর সাংগঠনিক বিভিন্ন  কাজে বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক পান হাফেজ মুহাম্মাদ ফোরকান,হাফেজ মুহাম্মাদ ইলিয়াস,

হাফেজ মুহাম্মাদ জালাল উদ্দীন।