তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উর্ধ্বগতি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতীকী অনশন করেছে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (৩০ মার্চ) সকাল থেকে শহরের মৌড়াইল এলাকায় এই অনশন কর্মসূচি পালিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রতীকী অনশন পালন অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন, এ.বি.এম মমিনুল হক, আলী আজম প্রমূখ। এ সময় বক্তারা বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। যদি বিএনপিকে ছাড়া নির্বাচন হয়, তাহলে যে ধ্বংসযজ্ঞ হবে তার দায়ভার আওয়ামীলীগ সরকারকে নিতে হবে। পরে ডাক্তার মেজবাহ উদ্দীন চৌধুরী ও ডাক্তার মকবুল হোসেন অনশনরতদের পানি পান করিয়ে প্রতীকী অনশনের শেষ করেন।