ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে কবরস্থান ও সরকারি জায়গায় দোকান নির্মাণের অভিযোগ

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : বুধবার ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ১০:০৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
ব্রাহ্মণবাড়িয়া শহরতলীতে সরকারি নাল ভূমি ও কবরস্থানের জায়গা দখলের অভিযোগ ওঠেছে সাবেক ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে। এহেন বিষয়ে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর, তার সহযোগীদের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে স্থানীয় এলাকাবাসী করেছেন লিখিত অভিযোগ। 
 
 
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত ১৯ ফেব্রুয়ারি তারিখে স্থানীয় এলাকাবাসীর দাখিলকৃত লিখিত অভিযোগে বলা হয়, সাবেক চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর ও তার সহযোগীরা ঘাটুরা মৌজার ১ নং খাস খতিয়ানের বিএস ২০৪৪ দাগের ৬ শতক নাল ভূমি ও ২০৬০ দাগের ২ শতক কবরস্থানের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করে বাণিজ্যিকভাবে ভোগ দখল করছেন। এলাকায় গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মুদি মালের ব্যবসায়ী হাবিব মিয়ার কাছ থেকে প্রতি মাসে আড়াই হাজার এবং কাঠ ব্যবসায়ী খন্দকার মনা মিয়ার কাছ থেকে প্রতি মাসে দুই হাজার টাকা করে দোকান ভাড়া আদায় করেন সাবেক চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর। জায়গা চেয়ারম্যানের নিজস্ব বলে জানেন দোকানীরা। নির্মিত দোকানগুলোর পাশের একটি দেয়ালে 'ঘাটুরা কেন্দ্রীয় কবরস্থান' লেখাও দেখতে পাওয়া যায়।
 
 
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাদ হাজারী আঙ্গুর অভিযোগ অস্বীকার করে বলেন, 'এ ব্যাপারে আমার কিছু জানা নেই। জায়গা ঠিকই আছে। সরকারের জায়গা থাকলে সরকার উদ্ধার করুক।' 
 
 
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম শেখ অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, 'জায়গাটি পরিমাপ করে দেখার জন্যে সহকারি কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেয়া হয়েছে।'