ব্রাহ্মণবাড়িয়ায় কৃষকদের সেচ দক্ষতা বৃদ্ধিতে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের শিমরাইল কান্দি বিএডিসি সেচ কমপ্লেক্স ইউটি অফিস কাম ট্রেনিং সেন্টারে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী বক্তব্য রাখেন বিএডিসি কুমিল্লা সার্কেলের তত্ত্ববধায় প্রকৌশলী মোহাম্মদ মিজানুর রহমান।
তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সেচ যন্ত্রপাতি পরিচালনা রক্ষণাবেক্ষণ, সেচের পানির পরিমিত ব্যবহার ও অপচয় রোধ এবং আধুনিক পদ্ধতিতে সেচনালায় পানি সরবরাহের মাধ্যমে সেচ দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ প্রদান করেন বিএডিসি ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকোৗশলী রুবায়েত ফয়সাল আল মাসুম, উপ-সহকারী প্রকৌশলী মো. জিসান উদ্দিন মো. আল আমিন। কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ এলাকা উন্নয়ন প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়া বিএডিসি আয়োজিত কর্মশালায় ৩০ জন কৃষক অংশগ্রহন করেন।