![](https://dainikbayanno.com/storage/natok-batper.jpeg)
ইলোভা মিডিয়া ওয়াল্ড এর ব্যানারে কক্সবাজারে চিত্রায়িত ব্যতিক্রম ধর্মী একক নাটক ‘বাটপার’। নাটকটি পরিচালনা করেছেন আশরাফুল আলম বাবলু, রচনা করেছেন রাশেদুর রহমান। নাটকটি ২৬ তারিখ রাত ১০ টায় চ্যানেল নাইন এ প্রচারিত হবে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হোসেন নিরব, আনোয়ার হোসেন, দোলন দে, শরীফ সরকার, সানজিদা, অরিন ও ইমানউদ্দিন। বর্তমান সমাজে ঘটে যাওয়া সাধারন ঘটনা নিয়ে নির্মিত নাটক বাটপার।
নাটকটির নির্মাতা আশরাফুল আলম বাবলু বলেন আজকাল দর্শক বিভিন্ন চ্যানেলে একই ঘটনার নাটক দেখতে দেখতে বিরক্ত আমি আশা করছি এই নাটকটি দেখে দর্শক আনন্দ পাবে।
নাটকটির নির্বাহী প্রযোজক ইমান উদ্দিন বলেন নাটকটি আমার কাছে ভাল লেগেছে আশা করি দর্শকদের কাছে ভাল লাগবে।