কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের নতুনবাজার সিএনজি স্টেশনে গাড়ী লাইনের হেলাল উদ্দিন নামে এক শ্রমিক নেতাকে মারধর করার প্রতিবাদে কয়েক ঘন্টা ব্যাপী মহেশখালী-চালিয়াতলী টু মাতারবাড়ী সংযোগ সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকরা।
গতকাল মঙ্গলবার বিকাল ৫ টার সময় প্রধান সড়কের চালিয়াতলী-মাতারবাড়ী সড়ক এলাকায় সিএনজি, ম্যাজিক গাড়ী ও পিকআপ পরিবহন শ্রমিকরা যান চলাচল বন্ধ করে দেয়। অবরোধে সড়কের দুই কিলোমিটার জুড়ে যানজট তৈরি হয়। অনেকে পায়ে হেঁটে মাতারবাড়ী গন্তব্যে পৌঁছে। পরে রাত ৭ টার দিকে শ্রমিকদের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
পরিবহন শ্রমিকরা বলেন, উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নলবিলা গ্রামের মৃত নজু মিয়ার পুত্র আহত শ্রমিক নেতা হেলাল উদ্দিন (৪২) গাড়ী সংক্রান্ত বিষয়ে প্রতিদিনের মত লাইনম্যানের সাথে আলাপ করতে মাতারবাড়ী সিএনজি স্টেশনে গেলে শাহেদ সিকদার নামের এক যুবকের নেতৃত্বে ১০/১৫ জনের একদল লাঠিয়াল বাহিনী গালিগালাজ করেন। পরে উপর্যুপুরি আঘাত করে ব্যাপক জখম করে তাকে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে আমরা সড়ক অবরোধ করি।
পরে খবর পেয়ে মহেশখালী থানা পুলিশের (ওসি'র) নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে মারধরের ঘটনায় পৃথকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আমরা অবরোধ তুলে নিই।
এ ব্যাপারে মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুল হাই বলেন, একজন পরিবহন শ্রমিককে মারধরের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম পাঠিয়েছি।