ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১

মিরসরাইয়ে কার্ডধারীদের টিসিবির পন্য বিতরন শুরু

জুয়েল নাগ,মিরসরাই : | প্রকাশের সময় : রবিবার ২০ মার্চ ২০২২ ০৮:২৪:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
মিরসরাইয়ে ২০ মার্চ  রবিবার সকাল ১০ টায় সায়েরখালী ইউনিয়নের ভোরেরবাজার, বারৈয়ারহাট পৌরসভা এবং মিরসরাই পৌসভায় প্রথমধাপে ১৫০০ জন কার্ডধারী  সুবিধাভোগীকে ভর্তুকী  মূল্যে ২ লিটার তেল, ২ কেজি ডাল,২ কেজি করে চিনি দেওয়া হয়েছে যার মূল্য ধরা হয়েছে ৪২০ টাকা। সমাজের নিন্ম আয়ের মানুষরা কার্ডের মাধ্যমে সকাল সকাল থেকে পৌরসভা কার্যালয় ও সাহেরখালী ইউনিয়নে লাইন ধরে পন্য ক্রয় করে সবায়। নিত্যপ্রয়োজনীয় পন্য পেয়ে অনেকে সন্তুষ্টি প্রকাশ করে।
 
উপজেলা নিবার্হী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, রমজানের আগে ও মধ্যবর্তী সময় সরকারের ভর্তুকি মূল্যে পণ্য বিতরণের কাজ আজ থেকে শুরু হয়েছে। 
সকালে উপজেলার সাহেরখালী ইউনিয়ন, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা প্রাঙ্গনে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী কমিশনার ভুমি এসএমএন জামিউল হিকমা,  মীরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার  সাহেরখালী ইউনিয়নের চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী সহ প্রমুখ।