ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

মিরসরাইয়ে মৎস্যজীবিদের মাঝে গরুর বাছুর বিতরণ

মিরসরাই প্রতিনিধিঃ | প্রকাশের সময় : সোমবার ২ জানুয়ারী ২০২৩ ০৪:৪২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
মিরসরাইয়ে মৎস্যজীবিদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে মিরসরাই চত্বরে ২০ জন মৎসজীবির কাছে এই বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদের সঞ্চালনায় ও নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা ফারহানা লাভলী। এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাকির উল ফরিদ, মৎস্য জরিপ কর্মকর্তা মাহবুবুর রহমানসহ মৎস্য কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারুবৃন্দ ও মৎস্যজীবিবৃন্দ। 
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান উপকরণ সহায়তা হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। উপজেলার ইলিশ আহরণকারী দরিদ্র মৎস্যজীবীদের বিকল্প আয়ের ব্যবস্থা করাই এ ধরণের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য। প্রথম ধাপে উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৮ জন, মায়ানী ইউনিয়নের ৮ জন, এবং মঘাদিয়া ইউনিয়নের ৪ জন মৎস্যজীবীকে এ বিকল্প কর্মসংস্থান উপকরণ সহায়তা দেয়া হয়েছে।