ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

যতদিন বাচঁবো বঙ্গবন্ধুর স্মরণে কাজ করে যাবো -আলহাজ্ব জালাল উদ্দিন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ২০ সেপ্টেম্বর ২০২৩ ০২:৩৩:০০ অপরাহ্ন | রাজনীতি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করছেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক উপদেষ্ঠা ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার।

মঙ্গলবার বিকালে নান্দাইল চৌরাস্তায় সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসাবে আলহাজ্ব জালাল উদ্দিন মাস্টার নিজেকে এমপি প্রার্থী ঘোষণা দিয়েছেন। পাশাপাশি চন্ডিপাশা ইউনিয়নের ৩০টি মসজিদ ও মসজিদের ইমামকে ৩ হাজার টাকা করে নগদ অনুদান প্রদান করেন। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের সাথে বলেন, ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আসছি। আর যতদিন বাঁচবো বঙ্গবন্ধুর স্মরণে কাজ করে যাবো।

আওয়ামীলীগ সরকার ক্ষমতা এলেই দেশ  ও জনগণের উন্নয়ন হয়। আওয়ামীলীগের সভানেত্রী সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেল। তাই সাধারন জনগণের কাছে উন্নয়নের বার্তা পৌছে দিয়ে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। এছাড়া বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে উপজেলার অসহায় নারী-পুরুষকে আশ্রয়, বস্ত্র, খাদ্য ও নগদ আর্থিক সহযোগিতা করে যাচ্ছি। বঙ্গবন্ধুকে উৎসর্গ করে নিজের অর্থায়নে গৃহহীন ১০০ মানুষকে দুচালা টিনের ঘর দেওয়ার প্রতিশ্রুতিতে ইতিমধ্যে ৪০টিরও বেশি ঘর নির্মাণ করে দিয়েছি।

আসন্ন সংসদ নির্বাচনে আমিও একজন নৌকার মনোনয়ন প্রত্যাশী। তবে দলের হাই কমান্ড তথা নেত্রী যাকেই মনোনয়ন দিবেন, তাঁর পক্ষেই কাজ করে যাবো। এছাড়া আমার নেতৃত্বাধীন নান্দাইল বঙ্গবন্ধুর সমর্থক গোষ্ঠী নৌকার বিজয় সুনিশ্চিতকরণে নিরলস কাজ করে যাবে, ইনশাল্লাহ।