ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

যাকাতের টাকায় অন্ধত্বের আলো ফিরিয়ে দিতে চায় গ্রামীণ চক্ষু হাসপাতাল

রানা সাত্তার, চট্টগ্রাম : | প্রকাশের সময় : শুক্রবার ১১ মার্চ ২০২২ ১১:৫০:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
যাকাতের ফান্ড থেকে গরীব, দুস্থ, হত দরিদ্র মানুষের চোখের দৃষ্টি ধরে রাখতে ফ্রি চক্ষু ক্যাম্পেইন শুরু করেছে চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল। 
 
গত ১০মার্চ(বৃহস্পতিবার) সকাল ৯টায় একটি বিশেষ পরিকল্পনা সভা আয়োজন করা হয়।এতে পাশ হয় একটি  "যাকাত ফান্ড ক্রিয়েশান" যেখানে হাসপাতালের সকল পরিচালকবৃন্দসহ বাহিরের যেকোনো ব্যাক্তিবর্গ বা সংস্থা চাইলে তাদের যাকাতের দান অনুদান হিসাবে দিতে পারবেন।
 
এরপর সভা শেষে মোহরা গোলাপের দোকান এলাকায় এক চক্ষু ক্যাম্পেইন করে যাকাত ফান্ড ঘোষণাটি বাস্তবায়ন করে দেয় চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার ওমর ফারুক ও ব্যাবস্থাপনা পরিচালক ডাক্তার শারমিন(এমবিবিএস, পিজিটি চক্ষু)। এইজন্য তারা গ্রাম-গঞ্জ,শহর, বন্দর, মহানগরীর অলি-গলিতে চক্ষু ক্যাম্প করে অপারেশন যোগ্য চোখের রোগীদের যাচাই-বাছাইয়ের পদক্ষেপ নেন।
 
জানা যায়,চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল প্রতি বছর এইরকম একটি যাকাত ফান্ড করে এই চক্ষুসেবা দিবেন।বছরের প্রতিটি মাসে ক্যাম্প পরিচালনা করে যে দুস্থ,গরীব, অসহায় অন্ধ রোগী পাবেন তারা তাদের পর্যায়ক্রমে বিভিন্ন সময়ে অপারেশন করবেন।
 
এ বিষয়ে, হাসপাতালের চেয়ারম্যান ডা.ওমর ফারুক জানান,আমরা একটি ফান্ড করেছি সেখানে যারা নিঃস্বার্থভাবে দান,অনুদান,যাকাত,মুক্তহৃদয়ে মুক্তহস্তে দান করার সুযোগ রয়েছে।যারা দুস্তদের নিয়ে কাজ করতে চায় আমরা তাদের আহবান জানাই  পাশে এসে দাঁড়ানোর জন্য।আমরা সমাজের খেটে খাওয়া,সুবিধাবঞ্চিত মানুষের জন্য কিছু করতে চাই।আপনারা আমাদের পাশে থাকলে ধন্য হবো।আমাদের শক্তিশালী ও উচ্চ মেধাসম্পন্ন শিক্ষিত এক ঝাক তরুন রয়েছে যারা এ বিষয়ে সার্বক্ষনিক সহায়তা ও শ্রম দিয়ে যাচ্ছে।আমরা সফল হবো,ইনশাআল্লাহ। 
 
সভায় উপস্থিত ছিলেন,সহঃব্যাবস্থাপনা পরিচালক আবদুস সাত্তার,ফাইন্যান্স ডিরেক্টর মাহমুদুল হাসান,চক্ষু চিকিৎসক ও সার্জন ডা.শফিকুল ইসলাম(আরএমও, র‍্যাব-৭),ডা.ফাবিহা রহমান (পিজিটি,চক্ষু), প্রমুখ।