ঢাকা, শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১

রাঙ্গামাটি নানিয়ারচরে পাহাড় কাটার হিড়িক

রাঙ্গামাটি প্রতিনিধি: | প্রকাশের সময় : সোমবার ১৫ মে ২০২৩ ০৬:৩৯:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
 
 
 
রাঙ্গামাটি নানিয়ারচরে পাহাড় কেটে বানানো হচ্ছে রাস্তা। স্কেভেটর (খননযন্ত্র) দিয়ে পাহাড় কেটে বাইপাস রাস্তার জন‍্য খাড়া পাহাড় কেটে এসব মাটি টিয়ে রাস্তা  ভরাট করা হচ্ছে।
 
উপজেলার বুড়িঘাট  ইউনিয়নের বগাছড়িতে  সড়কের সংস্কার কাজের অজুহাতে পাশে পাহাড় কেটে বাইপাস রাস্তা ভরাটের অভিযোগ করছেন স্থানীয়রা।
 
 
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাঙ্গামাটি - খাগড়াছড়ি মেইন সড়কের বগাছড়ি আমতল এলাকার বেইলিব্রীজ সংস্করণ করার জন‍্য পাহাড়কেটে বাইপাস রাস্তা তৈরির জন‍্য  খননযন্ত্র দিয়ে পাহাড় কেটে রাস্তা তৈরী করা  হচ্ছে। 
 
 
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি বলেন, রাস্তা নির্মাণে খাড়া করে পাহাড় কাটার কোনো মানে হয় না। রাস্তা নির্মাণের অজুহাতে এভাবে  পাহাড় কাটতে থাকলে পরিবেশ ও জীব বৈচিত্র্য হ্রাস পাবে।
 

 

স্থানীয় সূত্রে জানাগেছে এই পাহাড় কাটার সঙ্গে কয়েকজনের জড়িত। উন্নয়নের নামে পাহাড় কাটা বন্ধ করুন।