নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবনের এমন দশা।
ইউনিয়নের বুড়িঘাট বাজারের প্রাণকেন্দ্র বলা চলে, পাশে স্কুল, কয়েকটি পাড়া থাকায় স্বাস্থ্য কেন্দ্রটি জরুরী ভিত্তিতে নতুন করে নির্মাণ করা দরকার বলে দাবি করেছেন স্থানীয়রা।
জানা যায়, আনুমানিক ১৯৮১ সালের দিকে এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নির্মাণ করা হয়। কিন্তু বর্তমানে ভবনটির ভগ্নদশা। ভবনের দেয়ালে বড় ধরনের ফাটল ধরেছে। ছাদের নির্মাণ সামগ্রী ধসে পরেছে কক্ষ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে।
বুড়িঘাট গ্রামের ডাবলুর রহমান ও হিরু মেম্বার জানান, প্রতিদিন ইউনিয়নের শত শত নারী-পুরুষ, শিশু ও এলাকার স্কুলগামী মেয়েরা এসে এই কেন্দ্র থেকে চিকিৎসা সেবা নেয়। দ্রুত কেন্দ্রটি সংস্কার না করা হলে ইউনিয়নে চিকিৎসা সেবা ব্যহত হবে।হাসপাতাল ভবনের পাশে বাসভবনটি পরিত্যক্ত ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।নেই বিদ্যুৎ,নেই পানি ও পয়নিস্কাশন ব্যবস্থা।দ্রুত এবিষয়ে কতৃপক্ষের নজরে আনলে ভালো হবে।
বিলকিস বেগম জানান,ডাক্তার নিয়মিত আসলেও তাদের এখানে থাকার সুব্যবস্থা নেই,তাই তারা কাঙ্খিত সেবা দিতে পারছে না,পাশে যে ডাক্তার ও নার্সদের বাসভবনটি ছিল তা যদি মেরামত বা সংস্কার করে দেওয়া হয় তাহলে ডাক্তার এখানে অবস্থান করতে পারবে। সরকার উপজেলা প্রশাসন একটু নজরে আনলে এলাকার মানুষের খুব উপকার হবে। অনেক সময় এএলাকায় জরুরী রোগীকে রাঙ্গামাটি সদরে নিয়ে যেতে হচ্ছে,যেতে যেতে রাস্তাতেই অনেক রোগী মারা যায়,এখানে সবকিছু রয়েছে,অটিসহ বিভিন্ন জিনিসপত্র রয়েছে ।বিষয়টি কতৃপক্ষের নজরে আনতে অনুরোধ করছি।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার জানান, বুড়িঘাট ইউনিয়নে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভবনটি দ্রুত সংস্কার করা উচিত।বিগত বছরগুলোতে জরাজীর্ণ অবস্থায় সেবা দিতে দেখা গেছে,এবছর ভারীবৃষ্টিপাতেতে ভবনের ক্ষতির সম্ভবনা রয়েছে।এছাড়া হাসপাতালটিকে বিভিন্ন মহল পাহাড়ি বাঙ্গালীরা দ্রুত সংস্কারের অনুরোধ জানিয়েছেন।