ঢাকা, শনিবার ২৩ নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙ্গুনিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টিতে আ.লীগ বাকি ২টিকে বিদ্রোহী প্রার্থী বিজয়ী।

Author Dainik Bayanno | প্রকাশের সময় : মঙ্গলবার ৩০ নভেম্বর ২০২১ ১২:৩২:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে ৩টিতে বাংলাদেশ
আওয়ামী লীগের নৌকা প্রার্থী বিজয়ী হয়েছেন আর অন্য দিকে ২টিতে বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) রাতে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়নের মধ্যে আগেই ৮ ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। কিন্তু বাকী ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট গ্রহন করা হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইসলামপুরে সিরাজ উদ্দিন চৌধুরী, দক্ষিণ রাজানগরে আহামদ ছৈয়দ তালুকদার, হোছনাবাদে দানু মিয়া নির্বাচিত হয়। লালানগরে বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার ও বেতাগী ইউনিয়নে মো. শফিউল আলম নির্বাচিত হয়েছেন।

এদিকে সকাল থেকে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে গিয়ে লাইনে দাড়িয়ে ভোট প্রদান করেছেন। বিভিন্ন ইউনিয়ন নির্বাচন সকাল থেকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভাবে অনুষ্টিত হয়েছে। কিছু ইউনিয়নের প্রার্থীদের অভিযোগ পাওয়া গেছে। কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে মোটামুটি সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হয়েছে।