ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

রোয়াংছড়িতে পার্বত্য মন্ত্রীর প্রতিনিধি নেইতং বুইতিং পিতার আর নেই

নিজস্ব সংবাদদাতা,রোয়াংছড়ি : | প্রকাশের সময় : শুক্রবার ৪ ফেব্রুয়ারী ২০২২ ০৫:০২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

বান্দরবানের রোয়াংছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বীর বাহাদুর উশৈসিং এমপির প্রতিনিধি ও রোয়াংছড়ি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি নেইতন বুইতিং এর পিতার ১০১ বছর বয়সে বর্ষিয়ান প্রবীন জুয়ামবিল বুইতিং শুক্রবার (৪ জানুয়ারী ২০২২) ভোর ৫টা নিজ বাড়িতে মারা গেছেন।

তিনি রোয়াংছড়ি সদর ইউনিয়ন ৩নং ওয়ার্ড মুনথার পাড়া স্থায়ী ভাবে বসবাস করে ছিলেন। মৃত্যৃর সময় ছেলে,মেয়ে, নাতি ও নাতনী গুণগ্রাহী আত্নীয় স্বজন রেখে গেছেন।

সূত্র জানা গেছে, ২০১৮ সালে বান্দরবান পার্বত্য জেলা ক্ষৃদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা তিনি একজন লোকসংগীতে অসামন্য অবদানের স্বীকৃতি স্বরুপ আজীবন সম্মাননা প্রদান করে ছিলেন।

বর্ষিয়ান প্রবীন জুয়ামবিল বুইতিং সাংসারিক জীবনে ১০ ছেলে ও ৩ মেয়ে রয়েছেন। বড় ছেলে অবসর প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক।

এছাড়া অন্যান্যরা সহকারি শিক্ষক, সরকারি নার্সসহ সকলেরই প্রতিষ্ঠিত। দ্বিতীয় ছেলের বড় নাতিন বর্তমানে রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইতিং। এই বর্ষিয়ান প্রবীন মৃত্যুতের এলাকার শোকের ছায়া নিমে এসেছে।