ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

লক্ষ্মীপুরে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর সদর প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ১১ জানুয়ারী ২০২২ ০৫:০২:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

লক্ষ্মীপুরে “পানি সরবরাহে আর্সেনিক ঝুঁকি নিরসন প্রকল্প” বাস্তবায়ন বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেন্ডার এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটির সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

 

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরান হোসেনের সভাপতিত্বে উপজেলা জনস্বাস্থ্য প্রকোশলী ফাতেমা-তুজ-জোহরার সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান খালেদা আক্তার, জেন্ডার এন্ড এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক আসাদুজ্জামান চৌধুরী, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল প্রমুখ। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা কর্মশালায় উপস্থিত ছিলেন।