শপথ নিলেন রায়পুরের ১০ চেয়ারম্যান ও শতাধিক মেম্বাররা, জনগণের প্রত্যাশা পূরণে সহযোগিতা চাইলেন দায়িত্ব নেয়া নবনির্বাচিত চেয়ারম্যানরা। লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শপথ পড়ান নবনির্বাচিত চেয়ারম্যানদের।
শপথ নিয়েছেন আওয়ামী থেকে বিদ্রোহী স্বতন্ত্রপ্রার্থী উত্তর চর আবাবিল ইউপিতে দুলাল হাওলাদার, নৌকার প্রতীকে উত্তর চরবংশীতে আবুল হোসেন হাওলাদার (বিনা ভোটে নির্বাচিত) , চরমোহনাতে শফিক পাঠান (বিনা ভোটে), সোনাপুরে অ্যাডভোকেট ইউসুফ জালাল কিসমত, চরপাতায় সুলতান মামুন রশিদ, কেরোয়ায় শাহিনুর বেগম রেখা, বামনীতে তাফাজ্জল হোসেন, দক্ষিণ চরবংশীতে আবু সালেহ মিন্টু ফরায়েজী, দক্ষিণ চরআবাবিলে হাওলাদার নূরে আলম জিকু ও রায়পুরে শফিউল আজম সুমন চৌধুরী (বিনা ভোটে) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
এছাড়াও রায়পুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শপথ পাঠ করান অনজন দাশ নবনির্বাচিত মেম্বারদের। এইসময়ে প্রায় শতাধিক মেম্বার শপথ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ড. কামরুজ্জামান, নুরে আলম অতিরিক্ত জেলা প্রশাসক, রায়পুর উপজেলা চেয়ারম্যান মামুনুর রশিদ, রায়পুর পৌর মেয়র গিয়াসউদ্দীন রুবেল ভাট সহ অন্যান্যরা।