ঢাকা, বৃহস্পতিবার ২৮ নভেম্বর ২০২৪, ১৪ই অগ্রহায়ণ ১৪৩১

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন বশেমুরবিপ্রবি ফার্মেসি বিভাগের সভাপতি

বশেমুরবিপ্রবি প্রতিনিধি : | প্রকাশের সময় : বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ০৫:০৯:০০ পূর্বাহ্ন | শিক্ষা
শিক্ষার্থীদের গত কয়েকদিনের তীব্র আন্দোলনের মুখে পদত্যাগ করলেন গোপালগঞ্জ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ফার্মেসি বিভাগের সভাপতি ড. মোহাম্মদ আলী খান। 
 
 
মঙ্গলবার(১০.০৯.২০২৪) সন্ধ্যায় ড. মোহাম্মদ আলী খান ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন। 
 
 
ফার্মেসি বিভাগের সভাপতির পদত্যাগ চেয়ে গত ৮ সেপ্টেবর রবিবার থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। যার ফলশ্রুতিতে তিনি আজ পদত্যাগ করতে বাধ্য হন।
 
 
উল্লেখ্য, শিক্ষার্থীরা অভিযোগ করেন যে চূড়ান্ত পরীক্ষায় মার্ক টেম্পারিং এর অভিযোগ থাকলেও বিভাগের সভাপতি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। এছাড়াও উন্নয়ন ফি বৃদ্ধি এবং সেমিস্টার বিলম্বের অভিযোগ