ঢাকা, সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

সোনাগাজীতে টিকা নিতে আসা শিক্ষার্থীদের মাঝে ছাত্রলীগের পানি বিতরণ

সোনাগাজী প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ২৩ জানুয়ারী ২০২২ ০৯:১৬:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
সোনাগাজীতে শিক্ষার্থীদের টিকা দেয়ার শেষ দিন ২৩জানুয়ারী রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে পৌর ছাত্রলীগের নেতৃত্বে নেতাকর্মীরা শৃংখলা রক্ষায় সচেষ্ট ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পানি বিতরণ করে।
 
এদিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৮ বছরের ২হাজার ৮৫০জন শিক্ষার্থীকে করোনা টিকার ১ম ডোজ দেয়া হয়। এরপূর্বে ২৯হাজার সহ সর্বমোট ৩২হাজার শিক্ষার্থীদের টিকা দেয়া হয়। 
 
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলমের নেতৃত্বে এসময় চরচান্দিয়ার সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ রিমন, সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগ নেতা শেখ মিরাজ উদ্দিন রিপাত, চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল হান্নান অনিক, পৌর ছাত্রলীগ নেতা আরাফত হোসেন জয় রায়হান, ওমর সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।
 
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন আলম বলেন, ছাত্রলীগ শিক্ষার্থীদের সকল প্রয়োজনে পাশে থাকে। করোনাকালীন সময়ের এমন মূহুর্তের শিক্ষার্থীদের পাশে থাকার সিদ্ধান্ত নেয়া হয়। তারই প্রেক্ষিতে আমরা শৃংখলা ও শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের পাশে ছিলাম। এবং পানি বিতরণ করি।