ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

সবচেয়ে বড়ো ড্রোন যুদ্ধ করলো রাশিয়া ইউক্রেন

সালেহ্ বিপ্লব, ঢাকা | প্রকাশের সময় : সোমবার ১১ নভেম্বর ২০২৪ ০২:২৯:০০ পূর্বাহ্ন | আন্তর্জাতিক

যুদ্ধ শুরুর পর এই প্রথম সর্বোচ্চ সংখ্যক ড্রোন হামলা করলো রাশিয়া ও ইউক্রেন। বিবিসি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ছয় অঞ্চলে ৮৪টি ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যে বেশ কয়েকটিকে মস্কো অভিমুখে পাঠিয়েছিলো ইউক্রেন। এগুলো নিস্ক্রিয় করা সম্ভব হলেও মস্কোর তিনটি বড় এয়ারপোর্ট থেকে সব ফ্লাইট অন্য এয়ারপোর্টে ঘুরিয়ে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, দেশটির প্রতিটি অংশে শনিবার রাতে ১৪৫টি ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। 

দুপক্ষের এতো বড় আক্রমণের ঘটনা এমন সময় ঘটলো, যখন আশা করা হচ্ছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় পক্ষকেই যুদ্ধ বন্ধ করার জন্য চাপ দেবেন। 

এসবি