চট্টগ্রামের সাতকানিয়ায় সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিশাল বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৩টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার অর্জিত বিজয় উপলক্ষে শিক্ষার্থীদের পক্ষ থেকে এই কর্মসূচি পালিত হয়।
কাঞ্চনা লতাপীর বাজার থেকে শুরু করে ফুলতলা থেকে জোটপুকুরিয়া পরিদর্শন করে র্যালীটি।পরে পুনরায় ফুলতলায় একত্রিত হয়ে শিক্ষার্থীদের বক্তব্যের মধ্য দিয়ে র্যালীটি সমাপ্ত হয়।শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে বিজয় র্যালী।
এসময় বক্তারা কোটা আন্দোলনে নিহতদের স্বরণের পাশাপাশি যেকোনো অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।এছাড়াও কোটা আন্দোলনে গুরুতর আহত কাঞ্চনার সন্তান ও চট্টগ্রাম কলেজের মেধাবী ছাত্র শাহেদ মহিবুল্লাহর সুস্থতা কামনা করেন।
সকল শ্রেণির মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে জনস্রোতে পরিণত হয় বিজয় র্যালী।