ঢাকা, শনিবার ২৯ জুন ২০২৪, ১৫ই আষাঢ় ১৪৩১

সৌদি প্রবাসীদের অকৃত্রিম বন্ধু ডাক্তার আক্তারুজ্জামান আর নেই

খলিল চৌধুরী, সৌদি আরব : | প্রকাশের সময় : বুধবার ২৬ জুন ২০২৪ ০৭:১২:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

সৌদি আরব প্রবাসীদের অকৃত্রিম বন্ধু খ্যাত ডাক্তার আক্তারুজ্জামান আর নেই। ইন্না-লিল্লাহ ওয়ান্নাহ ইলাহা রাজিউন  

 

জানা যায়, প্রবাসীদের বন্ধু ডাক্তার আক্তারুজ্জামান  আজ ২৬ জুন বুধবার ভোর সাড়ে ৬-টার সময় দেশটির ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

মৃত্যু কালে তার বয়স ৮১ বছর।

 

মক্কা মদিনা ও জেদ্দাসহ সৌদি আরব জুড়ে বাংলাদেশিসহ দেশটিতে বসাবাসরত সকল প্রবাসীদের কাছে একজন নিবেদিত ভাল চিকিৎসক বেশপরিচিত হিসাবে ছিলেন প্রয়াত ডাঃ আক্তারুজ্জামান।

 

গরীব ও অসহায় প্রবাসীদের চিকিৎসক ডাঃ আক্তারুজ্জামান সৌদিতে বসাবাসরত পরিবার ও প্রবাসীদের কাছে শুধু চিকিৎসক নয একজন অকৃত্রিম বন্ধু ও বাংলাদেশের অহংকার ছিলেন।