এক সময় যাদের মাথাগোঁজার ঠাঁই বলতে কেবল ভরসা ছিল ঝুপড়ি ঘর, এখন তারা পাবেন পাকা বসতঘর। নতুন দমে বুকভরা শান্তির প্রশ্বাস নিয়ে তাঁরা উঠবেন নতুন ঠিকানায়।
বুধবার (২২ মার্চ) সকাল ৯টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ৪র্থ পর্যায়ে বরাদ্য পাওয়া পানছড়ি'র ১২৭টি ভূমিহীন ও গৃহহীন ('ক' শ্রেণির) পরিবারের নিকট জমি ও গৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন এবং সনদ বিতরন করা হয়।
উপজেলা পরিষদের সূত্রানুসারে জানা যায়, পানছড়ি উপজেলার পাঁচ ইউপি-র প্রতিটি ইউনিয়নের মোট জনসংখ্যার আনুপাতিক হারে চাকমা, মারমা, ত্রিপুরা, বাঙ্গালী ও অন্যান্য সম্প্রদায়ের মাঝে বরাদ্যকৃত ঘর বন্টন করা হয়। লোগাং ইউপি ১৬টি, চেঙ্গী ইউপি ১৫টি, সদর ইউপি ৪৩টি, লতিবান ইউপি ২১টি ও উল্টাছড়ি ইউপি-র ৩২টি সহ মোট ১২৭টি ঘর হস্তান্তর করা হয়।
ঘর পেয়ে আনন্দে মাতোয়ারা খর্গ পাড়ার নিত্য রঞ্জন ত্রিপুরা। জানালেন আত্নতৃপ্তির কথা। খড়-পাতায় ছাওয়া ভাঙা ঘরের দিন কাঁটিয়ে এখন উঠবেন তিনি নতুন ঘরে। বললেন, "সরকার আমারে ঘর দিসে, এখন আমি শান্তিতে ঘুমাইতে পারিবো।"
এসময় উপজেলা নির্বাহী রুবাইয়া আফরোজের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বিজয় কুমার দেব, ইউপি চেয়ারম্যানগন, প্রশাসনিক কর্মকর্তাগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, উপকারভোগী ও গণমাধ্যম কর্মীসহ অন্যান্যরা।