ঢাকা, রবিবার ১৯ মে ২০২৪, ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১

হিমেল রিফাত- এর প্রথম কাব্যগ্রন্থ ❝ ক্লেশে গাঁথা নীল চিরকুট ❞ পাঠ উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

শহীদুল ইসলাম সোহাগ,টেকনাফ : | প্রকাশের সময় : রবিবার ৩০ জানুয়ারী ২০২২ ১১:৫১:০০ পূর্বাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে ২৯জানুয়ারি ২০২২ইং তারিখ,শনিবার বিকাল ৩ঃ০০টায় নয়াবাজার উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে নয়াবাজার উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-২০১৭ এর আয়োজনে হিমেল রিফাত-এর প্রথম কাব্যগ্রন্থ ❝ক্লেশে গাঁথা নীল চিরকুট❞ পাঠ উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবী হোসেন,সহযোগী অধ্যাপক,উখিয়া বিশ্ববিদ্যালয় কলেজ।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার মোহাম্মদ রিদুয়ান,প্রধান শিক্ষক,নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দ হোসেন সেলিম,প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা,মহেশখালী পৌরসভা,কক্সবাজার ও সভাপতি, নয়াবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটি,নুরুল আমিন,প্রধান শিক্ষক,এঞ্জেলস কেয়ার একাডেমি,খারাংখালী, আব্দুল গফুর রবিন,ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ হ্নীলা এজেন্ট ব্যাংকিং আউটলেটর রিলেশনশিপ কর্মকর্তা ও সভাপতি, নয়াবাজার ক্রীড়া পরিষদ, মুফিজুল আলম,সদস্য সচিব,নয়াবাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ,মাষ্টার শফিকুল ইসলাম,সহকারী শিক্ষক, নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুল,হ্নীলা, সাইফুল্লাহ মানছুর,সভাপতি,চুসাট(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব টেকনাফ), আমিনুর হক মোবারক,উপসহকারী কৃষি অফিসার,রামু উপজেলা,কক্সবাজার,আমান উল্লাহ আমান,সিনিয়র সদস্য, নয়াবাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ,সাকিল খান,সিনিয়র সদস্য, চুসাট এবং প্রতিষ্ঠাতা,হোয়াইক্যং কেন্দ্রীয় পাঠাগার।
 
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এহসান উদ্দিন,প্রভাষক,বাংলা বিভাগ,কক্সবাজার সিটি কলেজ।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মাষ্টার ফরিদুল আলম,সহকারী প্রধান শিক্ষক, নয়াবাজার উচ্চ বিদ্যালয়।
 
সঞ্চালনার দায়িত্ব পালন করে পুরো অনুষ্ঠান পরিচালনা করতে সহযোগিতা করেন নয়াবাজার উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-১৫ এর কৃতি শিক্ষার্থী,এলাকার কৃতি সন্তান এবং "ক্লেশে গাঁথা নীল চিরকুট " বইয়ের লেখকের ভাই আবছার উদ্দিন।
 
অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে এই প্রত্যন্ত অঞ্চল থেকে সাহিত্যে মনোনিবেশ করে একটা গ্রন্থ রচনা করে সবার মাঝে উপহার দেওয়ার জন্য লেখকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।এবং লেখককে তার সাহিত্যের যাত্রায় অটুট থাকার অনুপ্রেরণা জুগিয়ে পাশে থাকার আশ্বাস দেন।
 
আয়োজক নয়াবাজার উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ-১৭ এর পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন লেখকের বন্ধু নাসির উদ্দীন, ছাত্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নাহিয়ান মুশফিক। 
 
পরিশেষে গিয়ে যাকে নিয়ে এই বিশাল ও মহৎ আয়োজন সেই ব্যক্তি অর্থাৎ ❝ক্লেশে গাঁথা নীল চিরকুট❞ বইয়ের লেখক জনাব হিমেল রিফাত তার অনুভূতি প্রকাশ করেন।তার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশের ক্ষেত্রে যাদের সহযোগিতা পেয়েছে সে সবার কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায়।সাহিত্য ও কবিতা নিয়ে গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করেন।বক্তব্যের এক পর্যায়ে গিয়ে তার কঠিন জীবন পথের কথা তুলে ধরে তার সকল কণ্টকিত সময়ের বীর পুরুষ তার সশ্রদ্ধেয় বড়ভাই জনাব নুরুল হোসেনকে স্মরণ করে।তার পরিবারকে তুলে আনতে এবং ভাইবোনদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে বড়ভাইয়ের অবদান তুলে ধরতে গিয়ে বইয়ের লেখক কান্নায় চোখ ভেজান এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে আবেগে ভাসিয়ে দিয়েছেন।তার এই স্বপ্নযাত্রায় সাহিত্যের পথে হাঁটার জন্য সে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।সবাইকে সাহিত্যের আঙিনায় আসার আহবান জানান কবি।এবং যাদের চেষ্টায় আজকের আয়োজন সেই বন্ধুদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় কবি।সর্বশেষে আজকের এই মহৎ আয়োজন ও অনুষ্ঠানটা কবি তার পরিবারকে উৎসর্গ করেন।
 
অনুষ্ঠানে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে কবি হিমেল রিফাত-কে ফুলেল শুভেচছা ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।