আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু জানিয়েছেন, সাত দিনের কর্মসূচি ঘোষণা করবে ১৪ দল। মঙ্গলবার এই কর্মসূচি ঘোষণা করা হবে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের এক সভা শেষে এ কথা জানান তিনি। আমির হোসেন আমুর নিউ ইস্কাটনের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।
আমু বলেন, নির্বাচন ইস্যুকে সামনে রেখে তারা (বিএনপি) সংবিধানকে পরিবর্তন করতে চায়। তাদের সকল সন্ত্রাসের বিরুদ্ধে ২ আগস্ট থেকে মাঠে থাকবে ১৪ দল।
তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সংবিধানের ধারাবাহিকতা নষ্ট করার অপচেষ্টা বরদাশত করা হবে না।
আওয়ামী লীগের প্রবীণ এ নেতা বলেন, বিএনপি আলোচনায় বিশ্বাসী না, তারা উৎখাতে বিশ্বাসী। তাদের সাথে সংলাপের কোনো প্রশ্নই উঠে না।