ঢাকা, বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১

১৫তম ইন্টারন্যাশনাল কোচিং ইনরিচমেন্ট প্রোগ্রামে মাহফিজুল এর অংশগ্রহণ

মোঃ মাসুদ রানা, চট্টগ্রাম : | প্রকাশের সময় : শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪ ০৯:২০:০০ অপরাহ্ন | আন্তর্জাতিক

আন্তর্জাতিক অলিম্পিক এসোসিয়েশন (আই.ও.সি), ইউ.এস অলিম্পিক ও প্যারা-অলিম্পিক কমিটি ও যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ডেলওয়ারের যৌথ আয়োজনে আয়োজিত ১৫তম ইন্টারন্যাশনাল কোচিং ইনরিচমেন্ট কোর্সের ২য় ও ৩য় মডিউল সম্পন্ন করার জন্য আজ (৭-সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের কোলারাডো শহরে ইউ.এস অলিম্পিক ও প্যারা অলিম্পিক ট্রেনিং সেন্টারে যাবেন।

 

এর আগে এবছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর অলিম্পিক সলিডারিটি কমিটির সভায় সদস্য ফেডারেশন গুলোর প্রতিনিধিদের মধ্য হতে মাহফিজুল কে বাছাই করা হয়। 

 

মাহফিজুল প্রথম বাংলাদেশী লেভেল টু রাগবি কোচ ও  বাংলাদেশী ওয়ার্ল্ড রাগবি এডুকেটর। বাংলাদেশ রাগবির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ৩ বছর কাজ করার পর, ২০২২ সাল থেকে এশিয়া রাগবির উন্নয়ন পরামর্শক হিসেবে নিযুক্ত আছেন।এ সময়ে এশিয়া রাগবি আয়োজিত ৪ টি আন্তর্জাতিক প্রতিযোগিতার টূর্ণামেন্ট ডাইরেক্টর ও ৭টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় টেকনিক্যাল জোন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।এবং ২০২৩ সালে এশিয়া রাগবির সেরা কর্মকর্তার পুরস্কার পায় বাংলাদেশী এ রাগবি এডুকেটর।মাহফিজুল কোর্সটির সর্বশেষ মডিউল অনুষ্ঠিত হবে ২০২৫ সালের এপ্রিলে সুইজারল্যান্ডের লুসার্নে অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তরে।