নড়াইলে অস্বচ্ছল ও দুস্থ ১৫৩ জন ক্রীড়াবিদকে ১৮ লাখ ১০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরী।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হয়। এর মধ্যে ৫৫ জনকে জনপ্রতি ২৪ হাজার টাকার চেক এবং করোনাকালীন সময়ে ৯৮ জনকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে চেক প্রদান করা হয়।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব, ভলিবল ফেডারেশনের ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান, ফুটবল কোচ ও সাংবাদিক কার্ত্তিক দাস, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, ভলিবল ফেডারেশনের কর্মকর্তা লতিফুর সরকার, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুর রশীদ মন্নুসহ অনেকে। #