চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিব ও স্থায়ী কমিটির সিনিয়র নেতাদেরকে দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাচ্ছে না বিএনপি। আগামী ১ সেপ্টেম্বর বিএনপি ৪৫ বছর পার করবে। দলের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সময়ে সিনিয়র নেতারা চিকিৎসার বরাতে দেশের বাইরে অবস্থান করছেন। তারা ঠিক কবে ফিরবেন, তা এখনও নিশ্চিত নয়।
১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩১ আগস্ট) বেলা ৩টায় রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এতে সভাপতিত্ব করবেন জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান এবং বক্তব্য রাখবেন দলের জাতীয় ও কেন্দ্রীয় নেতারাসহ বরেণ্য বুদ্ধিজীবীরা।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, আগামী ১ সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। অনুষ্ঠানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।
একই দিন বেলা ৩টায় বিএনপির উদ্যোগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। র্যালিটি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে। র্যালিতে দলের শীর্ষ পর্যায়ের নেতারাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সর্বস্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।
উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া শর্তসাপেক্ষে মুক্তিপ্রাপ্ত হয়ে গুলশানের বাসায় অবস্থান করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে আছেন। এছাড়া দেশের বাইরে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সিনিয়র দুই সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও মির্জা আব্বাস। এছাড়া সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকুও দেশের বাইরে রয়েছেন।