ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

৭ লাখ মানুষের দীর্ঘ প্রতিক্ষা পূরণের উদ্বোধন

কিশোর কুমার দত্ত, লক্ষ্মীপুর (সদর) : | প্রকাশের সময় : রবিবার ৯ জানুয়ারী ২০২২ ০৯:১৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর উপজেলার প্রায় ৭ লাখ মানুষের দীর্ঘ প্রতিক্ষা  মেঘনার ৩১ কিলোমিটার এলাকার নদী তীর রক্ষায় ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকার প্রকল্পের কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরের মাতাব্বর হাটে প্রধান অতিথি হিসেবে সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এ কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, অর্থনৈতিক  প্রবৃদ্ধি নিশ্চিত করতে উন্নত পানি সম্পদ ব্যবস্থাপনাই পারে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশ গড়তে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান ঝড়-জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় এলাকা যেন নিরাপদে থাকে। মেঘা এ প্রকল্প সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের জীবন মান বদলে যাবে। রামগতি ও কমলনগর উপজেলার লাখো মানুষের বহুল প্রত্যাশিত এ বাঁধ নির্মাণের ফলে জনমনে স্বস্তি বিরাজ করছে।

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) আবদুল মান্নান, লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী ফজলুর রশিদ, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু প্রমুখ।