ঢাকা, রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

‘সময়সীমা অতিক্রম করে তফসিল পরিবর্তন সমর্থন করে না আ.লীগ’

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ০৩:৪৬:০০ অপরাহ্ন | রাজনীতি

সময়সীমা অতিক্রম করে নির্বাচনের তফসিলের কোনো পরিবর্তন আওয়ামী লীগ সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

 

বুধবার (২৯ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন।

 

ওবায়দুল কাদের বলেন, বিএনপি হরতাল করছে। প্রকাশ্যে পুলিশ হত্যা করছে। মানুষের ওপর অত্যাচার করে সংবিধানকে চ্যালেঞ্জ করছে। এরপরও নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য বিএনপিকে নিষেধাজ্ঞা কেন দেওয়া হচ্ছে না।

 

তিনি বলেন, বিএনপি নিজেরাই নির্বাচনের বাইরে গেছে। তাদের কেউ নির্বাচন থেকে দূরে রাখেনি। তারা হরতাল-অবরোধের নামে প্রকাশ্যে পুলিশ হত্যা, প্রধান বিচারপতির বাসায় হামলা করছে। প্রকাশ্যে নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এসব কর্মকাণ্ড করে তারা নির্বাচন, গণতন্ত্রকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।

 

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, মনোনয়ন জমা দেওয়ার সময় ‘স্লোগান-শোডাউন নিষিদ্ধ’।

 

তিনি বলেন, শরিক হলেই তাকে নমিনেশন দেওয়া হবে না, নির্বাচিত হওয়ার মতো জনপ্রিয় যোগ্য মানুষকেই দেওয়া যাবে। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারে টেকনোক্র্যাট মন্ত্রী-এমপি থাকতে পারেন না।