গাজীপুরে অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে ৪ জনকে ৩ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
(১০ জুন) রোজ সোমবার সকাল ১১ ঘটিকা হইতে বিকাল ছয়টা পর্যন্ত অভিযান চালিয়ে গাজীপুর মহানগরের কুনিয়া মধ্যপাড়া, কুনিয়া বড়বাড়ী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদেরকে অর্থদণ্ড প্রদান করেন।
এসময় ১৫ টি রাইজার ২৫০ টি চুলা সহ ১০০ মিটার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করে গ্যাস সরবরাহের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
এসময় তিতাস গ্যাসের জয়দেবপুর জোনাল বিপণন অফিস এর উপ-ব্যবস্থাপক মোঃ আসাদুজ্জামান আজাদ, উপ-ব্যবস্থাপক শেখ জাবের নূরানী, উপ-ব্যবস্থাপক কে এইচ ফয়সাল আহমেদ উপস্থিত ছিলেন।
গাজীপুর তিতাস গ্যাস সূত্রে জানা যায়, গাজীপুরের বিভিন্ন জায়গায় অবৈধ গ্যাস লাইন উচ্ছেদে নিয়মিত অভিযান করে আসছে গাজীপুর তিতাস গ্যাস। এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সবসময় অভিযান অব্যাহত থাকবে।