ঢাকা, শনিবার ১১ মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১

কুলাউড়ায় দুর্ধর্ষ চুরি

কুলাউড়া প্রতিনিধি | প্রকাশের সময় : রবিবার ১৮ জুন ২০২৩ ০৩:২৯:০০ অপরাহ্ন | সিলেট প্রতিদিন



মৌলভীবাজারের কুলাউড়ায় পৌরসভা এলাকার সাদেকপুরের বাসিন্দা মতিউর রহমান জুনেলের বাসার আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকার মূল্যবান জিনিশপত্র চুরি করে নিয়ে গেছে চোরেরা।

শনিবার (১৭ জুন) রাতে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেন তিনি।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৫ জুন রাতে পরিবারসহ মৌলভীবাজারে শ্বশুরবাড়িতে বেড়াতে যান তিনি। যাওয়ার সময় ঘর তালাবদ্ধ করে যান। ১৭ জুন বিকাল ৩টার দিকে শ্বশুরবাড়ি থেকে ফিরে বাসার গ্রিল ও তালা ভাঙা দেখতে পান‌ তারা। এ সময় বাসার আলমারি ও আসবাবপত্র অগোছালো অবস্থায় পড়ে থাকতে আশেপাশের লোকজন ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

মতিউর রহমান জুনেল জানান, গত ১৫ জুন রাত থেকে ১৭ জুন বিকাল ৩টার মধ্যকার যেকোনো সময়ে এ ঘটনাটি ঘটে। চোরেরা আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ ৫০ হাজার টাকার মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়।

কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক জানান, জুনেলের অভিযোগের ভিত্তিতে চোর গ্রেপ্তারসহ মালামাল উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।