ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

ঝিনাইদহে ৬৫ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতি’র মাঝে অনুদানের চেক বিতরণ

বসির আহাম্মেদ,ঝিনাইদহ : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ অগাস্ট ২০২৩ ১০:৫৯:০০ অপরাহ্ন | দেশের খবর

ঝিনাইদহ মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মাঝে ২০২২-২৩ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার নিবন্ধনকৃত ৬৫ টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতি’র সভাপতি ও সম্পাদকের কাছে ১৯ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। চেক বিতরণ উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান দিপ্তী রহমান, ইউ এর শরিফা খাতুন, কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, শৈলকুপা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা খানম, কোটচাঁদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, হরিনাকুন্ডু উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মূন্সী ফিরোজা সুলতানা ও মহেশপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে  সালমা প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার খোন্দকার শরীফা আক্তার। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম জেলার ৬ টি উপজেলার ৬৫ টি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে ক শ্রেনীর ১৫ টি সমিতির  ৪০ হাজার, খ শ্রেনীর ১৫ টি সমিতির ৩০ হাজার এবং ৩৫ টি সমিতির ২৫ হাজার টাকাসহ মোট ১৯ লক্ষ ২৫ হাজার টাকার চেক বিতরণ করেন।