![](https://dainikbayanno.com/storage/323.jpg)
জামালপুরের বকশীগঞ্জের আলীর পাড়া গ্রামে ছাগল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ট্যাটাবিদ্ধ হয়ে আবুল হাসেম দুলাল(৪৫) নামে এক ব্যাক্তি খুনের ঘটনায় নামীয় ৪০জনসহ ৫২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা হয়েছে। ২৮ এপ্রিল দুপুরে বকশীগঞ্জ থানায় ওই মামলা হয়। মামলায় বগারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত শিক্ষক ও একজন বীর মুক্তিযোদ্ধাকে আসামী করা হয়েছে। মামলার বাদী নিহত আবুল হাসেম দুলালের ভাই রেজাউল করিম। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামে ২৬ এপ্রিল ছাগল নিয়ে একটি তুচ্ছ ঘটনায় দুই পক্ষের মধ্যে ঝগড়া ও কথাকাটাকাটির হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ২৭ এপ্রিল দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রতিপক্ষের ছুড়ে মারা ট্যাটাবিদ্ধ হয়ে আবুল হাসেম দুলাল(৪৫) নামে ১ জনের মৃত্যু হয়। এই ঘটনায় ২৭ এপ্রিল বকশীগঞ্জ থানা পুলিশ আলীরপাড়া গ্রাম নিবাসী বগারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু(৫৬), নজরুল ইসলাম লিচুর ছোট ভাই বিপ্লব মিয়া(৩০), ভোসর ব্যাপারির ছেলে মানিক মিয়া(৫৬), রফিকুল ইসলামের ছেলে মাসুম মিয়া(২৭),আবু মিয়ার ছেলে আনোয়ার(২৫) ও কালাম মিয়ার ছেলে রিপন(২৬)সহ ছয় জনকে আটক করে।
এ বিষয়ে ২৮ এপ্রিল দুপুরে নিহত আবুল হাসেম দুলাল মিয়ার ভাই রেজাউল করিম বাদী হয়ে নামীয় ৪০জনসহ ৫২ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অন্যান্যের মধ্যে আসামীর তালিকায় বগারচর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামানিক, সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম লিচু ও বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহর নাম রয়েছে।
এব্যাপারে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে। বাদীর অভিযোগে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম লিচুসহ আটক ছয়জন নামীয় আসামী হওয়ায় মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।