ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১

বগুড়ার সারিয়াকান্দিতে কৃষকদের বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ

বগুড়া প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১৩ এপ্রিল ২০২২ ০৪:১৬:০০ পূর্বাহ্ন | কৃষি ও প্রকৃতি

 বগুড়ার সারিয়াকান্দিতে ১ হাজার ৬২০জন কৃষকে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদরে চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু। উপজেলা নির্বাহী অফিসার  মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শওকত জামিলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি মমতাজুর রহমান মন্ডল, উপজেলা কৃষকলীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু, কৃষক সিরাজুল হক প্রমুখ।উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম জানান,উপজেলার ১৬২০জন কৃষকের মাঝে  বিনামূল্যে  জন প্রতি ২০কেজি ডিএপি, ১০কেজি এমওপি এবং ৫কেজি করে উফশি জাতের আউশ ধানের বীজ বিতরণ করা হবে।