ঢাকা, রবিবার ৫ মে ২০২৪, ২১শে বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ার ফারহান নূর সিএনজি ফিলিং স্টেশন ওনার্স এসোসিয়েশনে টানা তৃতীয়বারের মহাসচিব

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : সোমবার ৪ মার্চ ২০২৪ ১১:১৫:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন
টানা তৃতীয়বারের মতো বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এণ্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হলেন ব্রাহ্মণবাড়িয়ার ফাহাদ ফিলিং স্টেশনের কর্ণধার ফারহান নূর। এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন মনোরঞ্জন ভক্ত।
 
 
শনিবার (০২ মার্চ) ঢাকা ক্লাব লিমিটেডের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে এসোসিয়েশনের ১৬ তম বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত নতুন কমিটি দায়িত্বভার গ্রহণ করে।এর আগে গত ১৯ ফেব্রুয়ারি এসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হচ্ছেন জ্যেষ্ঠ সহ-সভাপতি নজিব আহম্মেদ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান, আমিরুজ্জামান চৌধুরী, সফিউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আব্দুল কাইয়ুম খান, যুগ্ম মহাসচিব তানভীর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ আল মামুন ভূইয়া, যুগ্ম অর্থ সম্পাদক হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইমরান চিশতী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ডা. মো. ওয়াসিউল হুদা, দপ্তর ও প্রচার সম্পাদক হুমায়ুন আহমেদ, যুগ্ম দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল কাফী। 
 
 
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআই'র সাবেক সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, এফবিসিসিআই পরিচালক তপন কুমার মজুমদার এবং মো. আমির হোসেন নূরানী। আপীল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন এফবিসিসিআই পরিচালক মো. ইসহাকুল হোসেন সুইট। সাধারণ সভায় নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট বিদায়ী কমিটি দায়িত্বভার হস্তান্তর করে।