ঢাকা, বুধবার ১ মে ২০২৪, ১৭ই বৈশাখ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ৭ মার্চ ২০২৪ ০৪:৫৮:০০ অপরাহ্ন | চট্টগ্রাম প্রতিদিন

নানাবিধ কর্মসূচীর মধ্যদিয়ে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়াতেও পালিত হলো ঐতিহাসিক ৭ মার্চ। দিবসটি পালনোপলক্ষে দিনের শুরুতেই জেলা শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, গার্ড অব অনার প্রদান, মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার (০৭ মার্চ) সকালে প্রথমে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা আওয়ামী লীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ জাতির পিতার প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু স্কায়রে একটি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এছাড়াও দিবসটি পালনে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে দিবসের তাৎপর্য তুলে ধরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।