ঢাকা, শুক্রবার ৩ মে ২০২৪, ২০শে বৈশাখ ১৪৩১

শেরপুরে তালাক গোপন রেখে স্ত্রীর সাথে সম্পর্ক, ধর্ষণ মামলায় সাবেক স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

শেরপুর প্রতিনিধি : | প্রকাশের সময় : মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ ০৬:৩৩:০০ অপরাহ্ন | গণমাধ্যম

শেরপুরে তালাকের পরও তা গোপন রেখে দীর্ঘ ১৯ মাস সাবেক স্ত্রীর সাথে শারীরিক সম্পর্কের অভিযোগে ধর্ষণের মামলায় শাহ আলী (৪৪) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একইসাথে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার ২৩ নভেম্বর দুপুরে প্রধান অভিযুক্ত শাহ আলীর  অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আখতারুজ্জামান। শাহ আলী শ্রীবরদী উপজেলার গড়জরিপা এলাকার কৃষক আবু বকরের ছেলে।বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের পিপি এ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু ।

 

             এামলা সূত্রে জানা গেছে শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া গ্রামে কৃষক পরিবারের মেয়েকে বিয়ে করেন শাহ আলী। ঘর-সংসারের এক পর্যায়ে দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ার দরুন শাহ আলী ২০১২ সালের ১৩ মে স্ত্রীকে তালাক দেয়। কিন্তু সেই তালাকের বিষয়টি গোপন রেখে ২০১৪ সালের ১৪ নভেম্বর পর্যন্ত  স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যায় শাহ আলী।পরে বিষয়টি অবগত হয়ে ওই গৃহবধূ  ২০১৫ সালের ২৫ জানুয়ারি শাহ আলী এবং তার মা-বাবাসহ ৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ৮ জুন ৪ জনের বিরুদ্ধেই আদালতে অভিযোগপত্র দাখিল করেন শ্রীবরদী থানা পুলিশ।সেই থেকে শাহ আলী পলঅতক আছেন।