ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩শে মাঘ ১৪৩১

সারিয়াকান্দিতে ফকিরের বসতবাড়ির উপর শিমুল গাছ পড়ে তিনটি ঘর ক্ষতিগ্রস্ত

বগুড়া প্রতিনিধি: | প্রকাশের সময় : শুক্রবার ১১ অগাস্ট ২০২৩ ০৪:৩৯:০০ অপরাহ্ন | দেশের খবর

বগুড়ার সারিয়াকান্দিতে গাছের মালিক গাছ না কাটায় মামুন প্রামানিক ওরফে ফকিরের বসতবাড়ির উপর শিমুল গাছ পড়ে তিনটি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃহস্পতিতিবার সকাল  সাড়ে ১১টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হরিনা উত্তরপাড়া এলাকায় মৃত ফটু প্রামাণিকের ছেলে মামুন প্রামানিক ওরফে ফকিরের বসতবাড়িতে এদূর্ঘটনা ঘটে। মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে তার পরিবারের লোকজন। শিমুল গাছের মালিক একই এলাকার মৃত আততাফ প্রামানিকের ছেলে নজরুল ইসলাম ইচ্ছা করে ঝুকিপূর্ণ শিমুল গাছটি না কাটায় ফকিরের পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে বলে ফকিরের পরিবারের লোকজন জানান। এ ব্যাপারে ফকির বাদী নজরুল ইসলামসহ ৬জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, বৃষ্টির পানি প্রবল বেগে গড়িয়ে ফকিরের ঘরের পাশে মাটি ধ্বসে যায়। সেখানে নজরুল ইসলামের একটা বড় শিমুল গাছ ছিল । শিমুল গাছের গোড়া থেকে মাটি ধ্বসে যাওয়াই গাছটি যে কোন সময় ফকিরের বসত ঘরের উপর পড়ে যাওয়ার উপক্রম হয়। স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকার লোকজন গাছের মালিক নজরুলকে ঝুঁকিপূর্ণ শিমুল গাছটি কাটতে বললেও গাছটি সে কাটে নাই। অবশেষে বৃহস্পতিবার সকালে ফকিরের ঘরের উপর গাছটি পড়ে তিনটি ঘর ও ঘরের আসবাবপত্র ভেঙ্গে ক্ষতিগ্রস্থ হয়। ফকির ও এলাকার লোকজন জানান, ভাগ্যিস গাছটি যখন ভেঙ্গে পড়ে সে সময় ঘরে কেউ ছিল না। রাতের বেলা যদি গাছটা ভেঙ্গে পড়তো তাহলে ফকিরের পরিবারের স্ত্রী, সন্তান ও বৃদ্ধা মা’র  প্রাণহানির ঘটনা ঘটতে পারত। ফকিরের পরিবারের লোকজন আরও জানায়,  ওই এলাকার বৃষ্টির পানি তার ঘরের পাশ দিয়ে গিয়ে পাশের পুকুরে পড়ে। গত কয়েকদিন আগে বৃষ্টির পানি আটকানোর জন্য ফকিরের পরিবারের লোকজন নিজ উদ্যোগে বালি ভর্তি বস্তা  দিয়ে পানি আটকানোর চেষ্টা করে।এ নিয়ে নজরুলের পরিবারের সাথে সেসময় তাদের তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। সেই তুচ্ছ ঘটনায় নজরুলের স্ত্রী সালমা বেগম বাদী হয়ে ফকিরের পরিবারের লোকজনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করেছে। আদালতে মামলা করার অজুহাতে গাছের মালিক নজরুল ঝুঁকিপূর্ণ শিমুল গাছটি ইচ্ছা করেই না কাটায় তাদের  অনেক ক্ষতি হয়েছে।